প্রাক্তনী

সন্দীপ রায় নীল, পূর্ব বর্ধমান,পশ্চিমবঙ্গ, ভারত
তখন আমি নীলাম্বরী শাড়ি
তখন আমি কাঠ গোলাপের ফুল
ভিক্টোরিয়া,রবীন্দ্র সরোবরে
বিকেল মাখল,আমার খোলা চুল।
চিলেকোঠা ঘর,রাতের আকাশ,তারা
ফসিলস কিম্বা অনুপমের গান
হঠাৎ দেখা উষ্ণ চায়ের কাপে
জড়িয়ে নেওয়া আদর,অভিমান।
কাব্য শোনাও,ভালোবাসার কথা
নিবিড় ঠোঁটের ওম জেনেছে চাওয়া
বুকের কোলাজ, ফিরতি পায়ের ছাপ
রবির গানে তোমায় খুঁজে পাওয়া
আমি তখন মন ছুঁয়ে থাকা ভালো
অস্থিরতার তীব্র দহন মাস
ভালোবাসা সেকি কেবলই যাতনাময়
তোমার ভালো,আমার সর্বনাশ!
মরশুমি মেঘ,জানালা শ্রাবণ ঘোর
দূরত্ব ঠিক অনুভূমিক রেখা
মনের মধ্যে খুচরো কথা জমাই
স্বপ্ন দেখি,তোমার সাথে দেখা….
সেদিন তোমার অন্য ফুলের শখ
শ্রাবণ মেঘে শোনালে বিবৃতি
দু চার বছর আগেও কবিতা ছিলাম
আমার একলা শহর ; এখন শুধুই স্মৃতি।
এই একলা শহর আমার অভিমান
নীরব কান্না কেউ রাখেনা মনে
শহর সাজে নতুন রঙ্গীন আলোয়
মানুষ হারায়,ভুল মানুষের সনে
এখন আমার কবিতার ঘর কালো
মিথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছি রোজ
আমি এখন চোখের তোমায় নালিশ
নিজের মধ্যে আপনাকে করি খোঁজ।