মেয়র ও এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বনির্বাচিত আব্দুর রাজ্জাক ভূঁইয়া

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রথম উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত সরকার এমপির সাথে।

১৪ জুন শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও ১৫ জুন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ এডভোকেট রঞ্জিত সরকার এমপির সাথে বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া। এছাড়াও সুনামগঞ্জ জেলা আওয়ামীলের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, মেয়র ও এমপি মহোদয়ের সাথে আমাদের মধ্যনগর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অত্যন্ত আন্তরিক এবং সহনশীল।

তিনি আরও বলেন,আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। তারই ধারাবাহিকতায় মাননীয় সাংসদ রঞ্জিত সরকার এমপির দিক নির্দেশনায় সুনামগঞ্জ জেলার প্রতিটা উপজেলার ন্যায় আগামী পাঁচ বছরের মধ্যে নবগঠিত উপজেলার ৪টি ইউনিয়নের আনাচে কানাচে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া জনসাধারণের দোরগড়ায় পৌঁছাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন