ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মধ্যনগর উপজেলাবাসী, দেশ ও দেশের বাহিরে সর্বস্তরের মুসলিম উম্মাহ কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম আরো বলেন, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সবার কল্যাণ কামনা করেন। এছাড়াও তিনি বলেন,সিলেটের সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় এখন বন্যা,ঝড়, বৃষ্টি চলমান একরই মধ্যে সতর্কতার সহিত পবিত্র ঈদুল আযহা উদযাপন করুন এবং নিরাপদে চলাচল করুন।

রাজনীতির পাশাপাশি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম একজন সৎ আদর্শ, নিষ্ঠাবান ব্যাক্তি।তিনি অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা ও বর্তমান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি,হাওর বাঁচাও আন্দোলন কমিটির ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা শাখার সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগ মধ্যনগর উপজেলা শাখার সদস্য,এছাড়াও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কমিটির ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সম্মানিত সদস্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন