অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, রাস্তায় চলাচলে ভোগান্তি

রাসেল মৌলভীবাজার প্রতিনিধি
\মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পথচারীদের ভোগান্তি পৌঁছায় চরমে। গতকাল বুধবার বিকালে সামান্য বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে যায়।
বাজারে গিয়ে দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চালকদের। পানি নিষ্কাশনের কোনো নালা নেই। সড়কে বৃষ্টির পানি জমে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি আর কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বাজারে পানি নিষ্কাশনের জন্য দেয়া নালাগুলো আবর্জনায় ভরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থার কারণে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষই প্রবেশ করতে চান না বাজারে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে বাজারের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
বাজারের ব্যবসায়ী দিলদার মিয়া বলেন, বর্ষার শুরুতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভারি বর্ষায় এখানে চলাচলে সমস্যায় পড়তে হবে।মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বাজারের ড্রেনগুলো কয়েকবার পরিষ্কার করা হলেও ব্যবসায়ীরা ড্রেনে আবর্জনা ফেলার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।