ছাতকে সাবেক ছাত্রদল নেতা নাজমুল আহমদ’র গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার পরশপুর গ্রামে নাজমুল আহমদ নামের এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায়, গত (১৩ জুন) বৃহস্পতিবার সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা নাজমুল আহমদের গ্রামের বাড়ি ছাতক উপজেলার পরশপুর গ্রামে তার বসত বাড়িতে হামলা ও ভাংচুর চালায় স্হানীয় আওয়ামী সন্ত্রাসীরা।এসময় তারা তার বাবা ও চাচাদের ভয় ভীতি প্রদর্শন করে এবং মিথ্যা মামলার হুমকি দেয়।
ঘটনার বিষয়ে এ ছাত্র নেতার পিতা নুর মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, তার ছেলে দেশে থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি স্হানীয় সরকার দলীয় সন্ত্রাসীদের আক্রোশের শিকার। বর্তমানে তিনি ও তার সমগ্র পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসময় তিনি আরো জানান, স্থানীয় আওয়ামী লীগের কেডাররা দীর্ঘদিন থেকে তাকে ফোনে হুমকি-ধামকি দিতেছে যেন তার ছেলে ফেসবুকে সরকারবিরোধী লেখালেখি না করে। তার ছেলে দেশে ফিরে আসলে তাকে হত্যা করার হুমকি দেয় বলে তিনি জানান।