অপরিকল্পিতভাবে গৃহ নির্মাণে কমলগঞ্জ পৌরসভার দুই ওয়ার্ডে জলাবদ্ধতা

মোঃ মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার। আংশিক ৮নং কুমড়া কাঁপন এবং ১নং ওয়ার্ড গোপালনগর, উপজেলা ৫০শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিপরীত পাশের সড়কে। এ এলাকাগুলোতে অপরিকল্পিতভাবে গৃহনির্মাণ ও বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই নিয়ম নিয়তির তোয়াক্কা না করে। প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক ভিটাবাড়ির প্রাচীন দেওয়াল নির্মাণ করায়। চলমান বৃষ্টিতে কুমড়া কাপন এলাকায় প্রায় ৪০টি পরিবার এবং গোপালনগরে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ১৩টির মতো পরিবারের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২১ জুন) দুপুরে এ এলাকা গুলোতে গেলে দেখা যায় জলাবদ্ধতার কারণে বৃদ্ধ, স্কুল পড়ুয়া শিশু কিশোরসহ কেউ কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না। এতে নানাবিধ সমস্যা অসুবিধা ও অনেকের হাতে পায়ে পচন রোগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টি হলেই এমন অবস্থার সৃষ্টি হয়।
গোপালনগ গ্রামের বাসিন্দা মাওলানা নুরুল ইসলাম হায়দার আলী বলেন, আমার পায়ে অপারেশন আছে দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন, যাতায়াতে খুবই কষ্ট হয়,তিনি মানবিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে এ জলাবদ্ধতা থেকে মুক্তি চান।
পৌরসভার ভানুগাছ বাজারের ব্যবসায়ী ফজলু মিয়া বলেন, নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা, তাই দ্রুত ড্রেইন নির্মাণ করে এই পানি বন্দি অবস্থা থেকে আমাদের ও আমাদের বাকী পরিবার গুলোকে মুক্তি দিলে বিভিন্ন রোগ জীবাণু থেকে বাঁচতে পারব। এ বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিল আনোয়ার হোসেন বলেন,আমি দায়িত্বে থাকা অবস্থায় এই এলাকায় ড্রেন রাস্তা নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন হয়েছ। বর্তমানেও পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে,তবে অপরিকল্পিতভাবে এ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভিটা বাড়ি ভরাট করার ফলে পানি নিষ্কাশিত না হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি স্থানীয় সাংসদ সদস্য কৃষি মন্ত্রী আব্দুস সহীদ এমপি ও সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও মেয়র জুয়েল আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, ইতিমধ্যে পৌর মেয়র এ এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, মেয়র জুয়েল আহমেদ এর পরামর্শ মোতাবেক এ এলাকা থেকে পানি নিষ্কাশনের কাজ চলছে। মুঠোফোনে আলাপকালে পৌর মেয়র জুয়েল আহমেদ জানান, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে,ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় কাউন্সিলরের সাথে এ বিষয়ে আলাপ হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পৌরসভা এলাকায় বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।