পুসাবের সভাপতি জেরিন, সম্পাদক মিজবাহ

শাবি প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)’ এর এগারোতম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান জেরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজবাহ উদ্দিন মনোনীত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গত শুক্রবার পুসাবের ঈদ পুনর্মিলনী, কৃতি সংবর্ধনা এবং বার্ষিক প্রকাশনী ‘সায়র’ এর এগারোতম প্রকাশনার মোড়ক উম্মোচন শেষে এই কমিটি গঠিত হয়।
নতুন কমিটি ঘোষণা করেন পুসাবের দশম কার্যনির্বাহী কমিটির সভাপতি নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দশম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল রুমান।
কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি- মোঃ তোফাজ্জল হোসেন (শাবিপ্রবি), মাসুক বিল্লাহ (সিইক) ও নাফিসা তাবাসসুম (শাবিপ্রবি), যুগ্ম সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার (ঢাবি), মোঃ রোকন আহমেদ (ববি) ও নূরুল আবেদীন (চবি), কোষাধ্যক্ষ মোকাররম হোসেন (শাবিপ্রবি), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নীরব (নোবিপ্রবি), মোঃ জীবন ভূইয়া (কুবি) ও মাছুমা আক্তার রানী (শাবিপ্রবি), দপ্তর সম্পাদক আবুল হাসনাত (শাবিপ্রবি), উপ-দপ্তর সম্পাদক রবিউল আওয়াল (রাবি), প্রচার সম্পাদক মুহাম্মাদ বাবর (সিইক) ও উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা (ববি), মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বন্যা বিশ্বাস তৃষা, উপ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হীরা আক্তার, উপ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক জলি রানী শীল।
কমিটিতে আরো রয়েছেন গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমেদ (শাবিপ্রবি) উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ দোলন মিয়া (চবি), স্কুলিং বিষয়ক সম্পাদক অনিক পাল (মাভাবিপ্রবি), উপ-স্কুলিং বিষয়ক সম্পাদক মোঃ রিপন মিয়া (শাবিপ্রবি), মেধাবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ আল মাছুম (শাবিপ্রবি), উপ-মেধাবৃত্তি বিষয়ক সম্পাদক জুনাইদ আহম্মদ (শাবিপ্রবি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ রব্বানী(শাবিপ্রবি) উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদ আমিন নাফিজ(চুয়েট), আপ্যায়ন বিষয়ক সম্পাদক-মানিক চৌধুরী(জবি), উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ(শাবিপ্রবি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম অমি (জাককাইনবি), উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহজাবিন তাসনিম রুহী(ঢাবি), ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ (জাককাইনবি), উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হাসান(শাবিপ্রবি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুছানা আক্তার (বঙ্গবন্ধু মেডিকেল কলেজ,সুনামগঞ্জ), উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জেনি আক্তার (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর), সহ-সম্পাদক মাহমুদুল হাসান এবিন(হাবিপ্রবি), হেলেনা আক্তার (শাবিপ্রবি), এনামুল হক ইমন(জাককানইবি), সদস্য- সোমা দেবনাথ (ববি), আব্দুল কাদির (চবি)।
উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে শুক্রবার (২০ জুন) উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় ও কলেজে কমিটি গঠন করা হয়।