পারিবারিক শিক্ষার মাধ্যমে শুদ্ধচার প্রতিষ্ঠা করা সম্ভব : বিভাগীয় কমিশনার

দৈনিকসিলেটডটকম
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি বলেছেন, আমাদের আত্মার উন্নয়ন করতে হবে। নিজের রিপুর সাথে যুদ্ধ করা সবচেয়ে বড় যুদ্ধ। পারিবারিক শিক্ষার মাধ্যমে শুদ্ধচার প্রতিষ্ঠা করা সম্ভব।
মঙ্গলবার (২৫ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাঠপ্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রাখা ও অন্তরায়সমূহ দূর করা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।
সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি আরো বলেন, মাঠ প্রশাসনে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের আচারণগত উন্নতি করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে তা সম্ভব করতে হবে।
সুশাসন প্রতিষ্ঠার জন্য কেবল রাষ্ট্রীয় নিয়মনীতি, আইনকানুন প্রণয়ন ও প্রয়োগই যথেষ্ট নয় উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য পরিবার ও ব্যক্তিগত পর্যায়েও শুদ্ধাচার প্রতিষ্ঠা করতে হবে। সীমাবদ্ধতা মাথায় রেখেই শুদ্ধাচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্জিত সাফল্য ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিন।
আরো বক্তব্য রাখেন সিলেট জেলা সেটেলমেন্ট অফিসার এমরান হোসেন, পরিচালক বিডা জুলিয়া যেসমিন মিলি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোবারক হোসেন, ডিআইজি প্রিজন মো: সগির মিয়া, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সরকারী অগ্রগামী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেপি বেগম, সরকারী পাইলট স্কুলের প্রধান শিক্ষক কবির খান সহ সেমিনারে সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।