জৈন্তাপুরে ৪৫ বোতল মদসহ নৌকা আটক

এম এম রুহেল, জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ একটি নৌকা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনা মোতাবেক সোমবার (২৫শে জুন) ভোর সাড়ে ৬টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত চাঙ্গিল কদমখাল নামক এলাকায় অভিযান চালায় পুলিশ।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক আশরাফুল আলম ও উপ পরিদর্শক নাইমুল ইসলাম রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কদমখালে একটি নৌকা হতে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মদের সাথে থাকা কারবারি নৌকা ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।