গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে কর্মশালা

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা দুর্যােগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্যােগ ব্যবস্থাপনা অধিদপ্তরেরর সহযোগিতায় এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্ম সচিব মো. শাহ আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা রহিম কলি, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল। সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিছনাকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক বদরুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমা,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত।
এছাড়া কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় বন্যা ও দুর্যোগকালীন সময়ে নিরাপদে লোকজনকে সরিয়ে নিতে আশ্রয় কেন্দ্র স্থাপন, উদ্বার কাজ চালানো, ঝুঁকিপূর্ণ এলাকা চিহৃিতকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত মানুষর তালিকা তৈরি ও শুকনো খাবার বিতরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।