মৌলভীবাজার জেলা কাউন্সিল মিডল্যান্ড ইউকে’র মিলনমেলা ৭ জুলাই
১৯৫২ সালে বৃটেনে একঝাঁক মৌলভীবাজার জেলার তরুন মিলে তৈরি করেন মৌলভীবাজারের জেলা কল্যান কাউন্সিল মিডল্যান্ড ইউ কে, দেশের মা মাটি নাড়ির টানে ও নিজেদের জন্মস্থানের সেবা করার লক্ষ্যে ও উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে ৭২ বছরে ইতিমধ্যে পৌঁছে গিয়েছ সফলতার সাথে।
কোষাধ্যক্ষ মো: তাজ উদ্দীনের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন সকল সম্মানিত সদস্যদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তাজ উদ্দীন বলেন আমাকে সংগঠনের সঙ্গে যুক্ত করে ভালো কাজে সম্পৃক্ত করায় নিজেকে গর্বীত মনে করছি,কারন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল মিডল্যান্ড ইউ কে সবসময় মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছে,সাথে আমারা নিজেদের কমিউনিটি কে উজ্জীবিত করতে ২০১৯ সালে বাঙালি কমিউনিটিদের নিয়ে একটি সফল মিলনমেলা আয়োজন করেছিলাম যা সকলের কাছে প্রশংসিত হয়।সকলের জন্য আমরা নিয়ে এসেছি দ্বিতীয় বাঙ্গালি মিলন মেলা ৭ই জুলাই রবিবার ২০২৪।শুভাকাঙ্ক্ষী সকলে আনন্দিত হবেন যে সংগঠনের সকলের অক্লান্ত পরিশ্রম মাধ্যমে দিয়ে মিলন মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন।
আমাকে সংঠনের কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে মুল্যানয় করার জন্য গর্বীত।আমি আপনাদের আস্থ ও বিশ্বাসে প্রতিদান আমার কাজের মধ্যেদিয়ে ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ।পরিশেষে,দেশ বিদেশি সকলের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করি আমাদের সংগঠনের জন্য এবং দ্বিতীয় মিলন মেলা সফল ও সার্থক হউক। কোষাধ্যক্ষ মো:তাজ উদ্দীন, মৌলভীবাজার জেলা কাউন্সিল মিডল্যান্ড ইউ কে।