মাধবপুর পৌরসভার ২৩ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা
নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক সভাপতিত্বে রবিবার (৩০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৯৭৯ টাকার বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পৌরসভার মেয়র প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে পৌরবাসীর সহযোগীতা কামনা করেন।
মাধবপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেন,আব্দুল হাকিম,মোবারক উল্লাহ,বিশ্বজিত দাস, শেখ জহিরুল ইসলাম,ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল, সাহা বানু, আবজল মিয়া সহ সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন