মধ্যনগরে ৪ লক্ষ টাকার চিনি উদ্ধার

এ.এম স্বপন জাহান, মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের অভিযানে একশত বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার ৩০ জুন সন্ধা সাড়ে ৫টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর এলাকার বেরবেরী হাওর সংলগ্ন কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই চোরাই চিনি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়,সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি পাচারের উদ্দেশ্যে এক জায়গায় মজুদ করেছে চোরা কারবারিরা। খবর পেয়ে মধ্যনগর থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় ১শত বস্তা চিনি উদ্ধার করেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এছাড়াও এরকম অভিযান অব্যহত থাকবে বলে জানান।