সুনামগঞ্জে নদীতে নৌকা ডুবে শিশুসহ নিখোঁজ ৩

দৈনিকসিলেট প্রতিবেদক
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে সুরমা নদীতে নৌকা ডুবে দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজরা হলেন-দুলু বেগম, জোৎস্না বেগম ও শিশু ময়না বেগম।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, দোয়ারাবাজার আজমপুর গ্রামের খেয়া ঘাটে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউএনও বলেন, “খেয়া নৌকায় করে আজমপুর গ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়াবাজার যাচ্ছিলেন তারা। পথে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ছোট খেয়া নৌকাটি ডুবে যায়।
“এ সময় মাঝি সাঁতরে পাড়ে চলে আসতে পারলেও দুই নারী ও এক শিশু ডুবে যায়।”
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ও ফায়ার সার্ভিস কর্মকর্তা বিল্লাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সুনামগঞ্জ সদর থেকেও একটি ডুবুরি দল এসেছে।