বন্যার্তের পাশে কুমিল্লার তরুণেরা

দোয়ারাবাজার প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক উপজেলা। অকাল বন্যায় এখন পযর্ন্ত পানির নিচে তলিয়ে আছে দুই উপজেলার শতাধিক গ্রাম।
সামান্য খাবারের আশায় বানভাসি মানুষ অপেক্ষার প্রহর গুনছে,শিশু বাচ্চা,বৃদ্ধা, অসুস্থ রোগী নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা, এই বানভাসি মানুষের কষ্ট লাঘবের জন্য পাশে দাঁড়ালেন, কিছু উদীয়মান তরুণ, সূদুর কুমিল্লা -কচুয়া থেকে অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। নগদ অর্থ পাঠিয়ে দেন বদরুল আলম কাজলের কাছে। বৃহস্পতিবার বিকেলে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন পানিবন্দি গ্রামে ১০০টি পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন বদরুল আলম কাজল।
বিতরণকালে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইষ চেয়ারম্যান প্রভাষক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম এ মোতালি ভূইয়া, সাংবাদিক সুমন আহমেদ, সাংবাদিক মামুন মুন্সি ও ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, মানুষ মানুষের জন্য, এতদূর থেকে যে সকল ভাই বানভাসি মানুষের পাশে দাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। এবং অর্থনৈতিক স্বাবলম্বীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানান তিনি।
বদরুল আলম কাজল বলেন, আমার সামর্থ অনুযায়ী সবসময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি, যে কোনো বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং অন্যদের উৎসাহ করতে সেগুলো ভিডিও আকারে ধারণ করে আমার ফেইবুক পেইজে আপলোড করি ।সামপ্রতিক বন্যায় আমার নিজের অর্থদিয়ে কিছু বন্যার্তদের সাহায্য করে ভিডিও আপলোড দেই,সেই ভিডিও দেখে কুমিল্লার কচুয়া থেকে আমার কিছু বন্ধুবান্ধব সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার বন্ধু বান্ধবদের ধন্যবাদ জানাচ্ছি অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য।