‘অশ্লীল উদযাপনের’ কারণে এক ম্যাচ নিষিদ্ধ বেলিংহাম
দৈনিকসিলেটডেস্ক
স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিতে যোগ করা সময়ে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। গোলটি করার পরেই নিজের চিরচেনা উদযাপন করেন বেলিংহাম- দুই হাত দু’দিকে প্রসারিত করে। তবে এরপর যা করেছেন তার জন্য শাস্তি পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার। অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। সঙ্গে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ টাকা জরিমানাও গুণতে হবে তাঁকে।
বেলিংহামের শাস্তির বিষয়টি শুক্রবার এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে লিখেছে, ‘ইংলিশ ফুটবলার বেলিংহামকে প্রায় ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় উয়েফা প্রতিযোগিতার এক ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এক ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘এখনই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে আজ (শুক্রবার) থেকে আগামী এক বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে।’
উয়েফার এমন সিদ্ধান্তে নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বেঁচেছে ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই বেলিংহামের আর খেলতে কোনো বাধা নেই।