প্রবীন সাংবাদিক ফয়জুল হক শিমুল অসুস্থ্য, দোয়া কামনা

বিয়ানীবাজার প্রতিনিধি
সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সময়চিত্র পত্রিকার সম্পাদক-প্রকাশক সাংবাদিক ফয়জুল হক শিমুল গত ৫ জুন হার্ট অ্যাটাক করে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ডাক্তার আমিনুল রহমান লস্করের অধীনে চার দিন যাবত চিকিৎসাধীন রয়েছেন। তিনি শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্জ ও সাধারণ সম্পাদক মিলাদ মো:জয়নুল ইসলাম ও বিয়ানীবাজার জার্নালিস্ট সভাপতি এম এ ওমর, এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু ও সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন আমরা তাঁর আশু রোগমুক্তির জন্য সকল মহলের দোয়া কামনা করছি। দ্রুত সুস্থ্য হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা করি।
সাংবাদিক ফয়জুল হক শিমুক ৩ সন্তানের জনক তিনি সাংবাদিকতা শুরুকালীন সময়ে দৈনিক জালাবাদ, সিলেট বাণী, সিলেটের ডাক, সিলেট পরিক্রমা সহ অনেকগুলো পত্রিকায় প্রথমে উপজেলা প্রতিনিধি পরে স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করে অবশেষ দৈনিক মানচিত্র পত্রিকার বার্তা সম্পাদক ও বার্তাবাহক পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে কাজ করেছেন। সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ২০০৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সুপারের দায়িত্ব পালন করেন এর পাশাপাশি ২০১৪ সালে সময়চিত্র নামে তিনির সম্পাদনায় সময় চিত্র ডটকম নিউজ পোর্টাল চালু করেন এবং ২০১৭ সালে সাপ্তাহিক আমাদের সময়চিত্র পত্রিকাটি তার সম্পাদনা ও প্রকাশনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে , তাঁর আশু রোগমুক্তির জন্য সকল মহলের দোয়া কামনা চেয়েছেন।