এখনো সন্ধান মেলেনি ছাত্রদলনেতা কাওছারের
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ কাওছার আহমদ গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি ১৭ এপ্রিল বিশ্বনাথ উপজেলা কালিজুরী ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা থেকে ফিরে আসার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তারা সন্ধান পাওয়া যায়নি।
গতকাল ১৮ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদ ভবনের সামনে তার সন্ধান ও মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ । বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনাও তার সন্ধানের দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত মোঃ কাওছার আহমেদের কোনো সন্ধান না পাওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের বিষয় স্বীকার না করায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
কাওছারের পিতা মোঃ আছকর আলী বলেন, আমার ছেলে রাজনীতি করে। আর রাজনীতি করা নিষেধ নয়। তাহলে তাকে কেনো এভাবে নিখোঁজ করে রাখা হয়েছে।
তিনি জানান, ছেলের খোঁজ নিতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সব দপ্তরে গেছেন। কিন্তু কেউই এখন পর্যন্ত স্বীকার করছে না। তার অসুস্থ বৃদ্ধা-মা খুব কান্নাকাটি করছেন। যদি তার ছেলে কোনো অন্যায় করেও থাকে তাহলে তাকে কেনো আইনে সোপর্দ করা হচ্ছে না প্রশ্ন তার।
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন জানান, কাওছার তার সঙ্গেই রাজনীতি করেন। ওইদিন সাদা পোশাকধারী একটি টিম পুলিশ পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা সে ঘটনা দেখেছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কেউই স্বীকার করছে না।