প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন এমপি রনজিত সরকার

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী। দেশের মানুষকে শান্তিতে রাখতে জীবনবাজি রেখে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়ে তুলেছেন তিনি। খুব দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন মুজিবকন্যা শেখ হাসিনা।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার (৬ জুলাই) বিকেলে বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন হাওরবাসীর উজ্জ্বল নক্ষত্র এমপি রনজিত। প্রধানমন্ত্রীর দীর্ঘ নেকহায়াত কামনা করে এসময় উপস্থিত জনগণের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান নিট অ্যান্ড ক্লিন ইমেজ অধিকারী এই সংসদ সদস্য। এরআগে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেন তিনি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল খায়ের, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক গীতিকার রাজু আহমেদ রমজান, দৈনিক ভোরের ডাক পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম, লিমন মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য জনপ্রতিনিধি শাহজাহান খন্দকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনপ্রতিনিধি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক জনপ্রতিনিধি হাসান মিয়া, সিনিয়র সহ-সভাপতি সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামাল মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন হায়দার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামনুর আখঞ্জি, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আখঞ্জি, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শিক্ষানুরাগী দুলাল কান্তি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন মিয়া, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র পাল প্রমুখ।