সুনামগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি
এইচএসসি-২০২৪ এর বিদায় ও UCC রেটিন ২য় মেধা বৃওি পরীক্ষার পুরস্কার বিতরণী সুনামগঞ্জে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এডুকেযার কোচিং হোমের আয়োজনে উকিলপাড়াস্থ প্রেসক্লাবে এই অনুষ্ঠান হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারী কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনার উদ্দিন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইওেফাকের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন, UCC পরিচালক সালেক আহমেদ।
অনুষ্ঠান এইচএসসি-২০২৪ এর বিদায় ১০০ জন শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফাইল (স্কেল, রুটিন) ইত্যাদি প্রধান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও এডুকেযার কোচিং হোমের পরিচাল ইকরাম আহমেদর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এডুকেযার কোচিং হোমের শিক্ষার্থীরা।