জকিগঞ্জে আশ্রয়কেন্দ্রে ব্র্যাকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ

দৈনিকসিলেট ডটকম
টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং নদীর বাঁধ ভেঙ্গে সিলেটের জকিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়ন প্লাবিত হয়ে যায়। পানিবন্দী মানুষগুলো আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন। জকিগঞ্জ সরকারি কলেজ ও জকিগঞ্জ হাফসা মহিলা কলেজের আশ্রয়কেন্দ্রগুলোতে ব্র্যাকের পক্ষ থেকে ২৩০টি পরিবারের মাঝে ব্র্যাক জকিগঞ্জের ব্যবস্থাপক কামাল পারভেজ, কামরুল হাসান ও শাখা ব্যবস্থাপক বেলায়েত হোসেনের উদ্যোগে শনিবার (৬ জুলাই) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ব্র্যাকের এমন উদ্যোগ প্রশংসা করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম জকিগঞ্জ ব্র্যাককে ধন্যবাদ জানান এবং এমন মহৎ কাজে অংশগ্রহণের সবার প্রতি আহবান জানান।
বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে ব্র্যাক যেকোন দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সহযোগি সংস্থা হিসাবে সর্বদা কাজ করে যাচ্ছে। সিলেট জেলা সদরের পাশাপাশি উপজেলাগুলোতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য ব্র্যাকের উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। এর পূর্বে ২০ জুলাই এ মানবিক সহায়তা কার্যক্রম এর অংশ হিসেবে বন্যার্তদের মাঝে সিলেট নগরের ছড়ারপার ও তেরোরতন বস্তি এলাকায় ২০৫ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া ৩ কেজি, মুড়ি-১/২ কেজি, গুড় ১ কেজি, পানি ২ লিটার, বিস্কুট ২ প্যাকেট, স্যালাইন ২ প্যাকেট, সাবান মিনি ১টি, হাইজিন কীট (কিশোরী)। এরমধ্যে ব্র্যাক বন্যর্তদের জরুরি সহায়তা এবং পুনর্বাসনের জন্য ২০ জুলাই থেকে ১৯ অক্টোবর মেয়াদে ইউনিসেফ এর অর্থায়নে Provision of integrated emergency activities for life-saving interventions of affected people in Flood and Flash Flood নামক একটি প্রকল্প গ্রহণ করে প্রাথমিকভাবে প্রকল্পের কর্ম এলাকা হবে কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট। প্রকল্পের আওতায় স্বাস্থ্য ও পুষ্টি, ওয়াস, শিক্ষা ও এ্যাওয়ারনেস (এসবিসি) ক্ষেত্রে কাজ করা হবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্র্যাকের রিপন চন্দ্র মন্ডল, রাজীব কুমার সাহা, মো: মোস্তফা মোজাহেদ উদ্দিন, অনিক আহাম্মেদ অপু, মো: সুমন সারওয়ার ও মো: নূর নবী প্রমুখ।