উপশহরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৮

দৈনিকসিলেট ডটকম
সিলেট নগরীর উপশহরে ফুটবল খেলা নিয়ে দুই দল তরুণ ও কিশোরদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৭ থেকে ৮জন। আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপশহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে উপশহরের ই ব্লকের খেলার মাঠে ফুটবল খেলা চলাকালে একটি ফাউল ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়।
রেফারি বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দেন। কিন্তু খেলা শেষ হয়ে বাসায় ফিরছিলেন সারোয়ার আহমদ নাহিদ ও তার কয়েক বন্ধু। তাদের অনুস্বরণ করেন অপর পক্ষের নাবিল আহমদ ও তার বন্ধুরা। এ ব্লকের ৮ নং রোডের বাসায় কাছে পৌছার পর নাহিদ ও তার বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন নাবিল গংরা। ইটপাটকেলের আঘাতে কমপক্ষে ৭-৮ জন আহত হন। তাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভতি করা হয়েছে। সন্ধায় এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা (নং-৭৫/২২) করেছেন নাবিলের ভাই ইয়াহিয়া আহমদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, দুই পক্ষে মারামারি হলেও একপক্ষ মামলা করেছে। মামলার প্রেক্ষিতে একজনকে পুলিশ গ্রেপ্তার করে।