জামালগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান শামীম

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে উৎসব মুখর ও ভাব গাম্ভীর্য পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা শুরু হয়েছে।
রবিবার সকালে উপজেলার সাচনা বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া কমিটির উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠান। এর মধ্যে ছিল, হরিনাম সংকীর্ত্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা।
পরে বিকেল ৫ টায় খোল, করতাল ও শঙ্খ বাজিয়ে সাচনা বাজারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির থেকে উৎসব মুখর পরিবেশে হিদু সম্প্রদায়ের প্রায় সহস্রাধিক সব বয়সের ধর্মপ্রাণ নারী পূরুষের অংশগ্রহণে সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়া থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রা টানার মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম।
এসময় পায়ে হেটে রথ টেনে পূণ্যার্থীরা ঢাক,ঢোল বাজিয়ে প্রার্থনা ও পূজা অর্চ্চনার জয়ধ্বনি দিয়ে সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়ায় রথ স্থাপন করেন। অংশগ্রহনকারী ধর্মপ্রাণ ভক্তদের ব্যতিক্রম বর্ণিল পোশাকে রথ যাত্রাটি ছিল দৃষ্টি নন্দন।উৎসবটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এব্যাপারে শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী বলেন, এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রথ যাত্রাটি অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের উপস্থিত ছিল চোখে পড়ার মত।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকবর হোসেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাচনা বাজার বণিক কল্যান সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য সম্ভু, জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি জয়বেন্দ্র পাল, কোষাধ্যক্ষ নান্টু বণিক, সহসাধারণ সম্পাদক মানিক বণিক, উপজেলা ব্রাহ্মণ সংসদ সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক, জগন্নাথ জিউর মন্দিরের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক নিশেন্দু রঞ্জন গোস্বামী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব বণিক। আগামী ৯ জুলাই উল্টো রথের মাধ্যমে উৎসব শেষ হবে।