অনুদানের টাকা নিতে ঘুষ নেওয়ার অভিযোগ: গ্রেফতার ৩

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর অনুদানের টাকা নিতে ঘুষ নেওয়ার অভিযোগ করায় হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। এঘটনায় বুধবার (১০ জুলাই) রাতে মাধবপুর থানার পুলিশ অভিযোক্ত দুই ইউনিয়ন পরিষদের সদস্য ও একই ইউনিয়ন পরিষদের সদস্য ছেলেকে আটক করেছে।
পুলিশ সুত্র জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদানের ৫ হাজার টাকা উত্তোলনের জন্য স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেনের জন্য মেম্বারের লোকজন বলপূর্বক ৫শ টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুলাই) ভুক্তভোগীদের পক্ষে অভিরাম বুনার্জী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা আসামি দিয়ে মাধবপুর থানায় মামলা রুজু করেন। বিষয়টি জানাজানি হলে রাতে দুর্বৃত্তরা বাদীর উপর হামলা চালায়।
খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাসুদ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য দুলাল ঘোষ, ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র্যালী ও তার ছেলে লিটন র্যালীকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে।