মাধবপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি নাটোর জেলার সদর থানার কাঠাল বাড়ীয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. আলী আকবর (২৮)।
জানা যায়, গোপন সংবাদ ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।