ইসলামি আন্দোলন সিলেটের প্রস্তুতি সম্পন্ন
২৪ জুলাই সিলেটে আসছেন মুফতি ফয়জুল কারীম শায়খে চরমোনাই
দৈনিকসিলেট ডেস্ক :
আগামী২৪ জুলাই বুধবার শাহজালালের পুণ্যভূমি সিলেটে আসছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়বে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল কারীম শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।
ইসলামি আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় প্রধান নেতার আগমন উপলক্ষে ও আগামী ২৪ জুলাই বুধবার ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সদ্য প্রায়ত ডা: মোয়াজ্জেম হোসেন খান রাহিমাহুল্লাহর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে যৌথ বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকটি মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন আলোচনা পর্যালোচনা শেষে সকলের পরামর্শ ভিত্তিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২৪ জুলাই ডাক্তার মোয়াজ্জেম হোসেন খাঁন রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বাস্তবায়নের লক্ষ্যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
আহবায়ক হিসেবে মনোনীত হলেন মুফতি সাঈদ আহমদ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নজীর আহমদ, যুগ্ম আহবায়ক আলহাজ্ব ইসহাক আহমদ, সদস্য সচিব আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব হাফেজ মাওলান মাহমুদুল হাসান, অর্থ সচিব মাওলানা আমীর উদ্দীন, প্রচার সমন্বয়কারী সুলাইমান আহমদ শাহী, সদস্য আলহাজ্ব ফজলুল হক্ব, ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জাকির আহমদ, আরিফুল ইসলাম শামীম, মকবুল হোসাইন।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন এর জেলা ও মহানগরের দায়িত্বশীলবৃন্দ।