ব্রাজিল হারার পর সিলেটি যুবক ‘রাজধন’ যা করলেন

দৈনিকসিলেট ডেস্ক :
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল। টাইব্রেকারে পরাজয়ের পর সেলেসাওদের পারফরম্যান্সে যারপরনাই বিরক্ত দলটির সমর্থকরা। এ অবস্থায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ত্যাগের ঘোষণা দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের আলিজায়ান্ট স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ব্রাজিল-উরুগুয়ে দুই দলের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।
ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টিনা সমর্থকরা। অন্যদিকে কিছু ব্রাজিল সমর্থক নিজেকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন। আবার কেউ কেউ ব্রাজিল দল আর সমর্থন করবেন না বলেও পোস্ট দিচ্ছেন।
সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় অফিস সহায়ক রাজধন দাশ নামের এক ফুটবলভক্ত লিখেছেন, আমি রাজধন। আমার গ্রাম নজিপুর। আমি স্ব ইচ্ছায় ব্রাজিল থেকে আর্জেন্টিনায় আজকে যোগদান করলাম।প্রথমে কিছু লোকের ভুল বুঝানোর কারণে ব্রাজিল নামক ভুয়া দলে আমি যোগ দেই।
এই ভক্ত কাকে ভবিষ্যতে কাকে সমর্থন করবেন সেটি জানিয়ে লিখেছেন, যখন খেলা বুঝে ও দেখে বুঝলাম যে আর্জেন্টিনাই সেরা দল, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর ভুয়া দলে নাই। আমার বয়সের জন্য বুঝতে ভুল হয়েছিল। আমি ভুল শুধরিয়ে সঠিক পথ অর্থাৎ আর্জেন্টিনার একজন ভক্ত হিসাবে এই স্টাম্পে স্বাক্ষর করলাম।
এছাড়া অনেক আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলকে ফাইনালে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তবে সেলেসাওদের বিদায়ে কোপা আমেরিকার উত্তেজনা যে অনেকটা কমে গেল, তা বলাই যায়।