পুলিশের ব্যারিকেড ভেঙ্গে মহাসড়ক সড়ক অবরোধ
শাবিপ্রবি সংবাদদাতা
পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ১১ জুলাই) বেলা চারটায় শাবিপ্রবির মূল ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এর আগে বাংলা ব্লকেড কর্মসূচি বাস্তবায়নে বিকাল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর বেলা ৪টার দিকে বিক্ষোভ মিছিল করতে করতে বিশ্ববিদ্যালয়ের কিলোরোড হয়ে মূল ফটকে গিয়ে রাস্তা অবরোধ করে তারা।
এদিকে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করার ১ঘন্টা আগে থেকেই মূল ফটকে অবস্থান করে পুলিশ। এসময় শিক্ষার্থীদের বিক্ষাভ মিছিল লক্ষ্য রেখে আগে থেকেই মূল ফটকের সড়কের সামনে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে রাস্তা দখল করে নেয়।
অবরোধকালীন দেখা যায়, রাস্তার দু’পাশ জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীদের দাবি হলো- সরকারী চাকুরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরণের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, ব্যারিকেড ভঙ্গের সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তিতে আহত হয় ১০-১২জন আন্দোলনকারী শিক্ষার্থী।
আন্দোলনকারী শিক্ষার্থী ও শাবিপ্রবির সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। পুলিশ বাঁধা দিয়েছে। আমাদের আঘাত করেছে। আমরা আঘাতপ্রাপ্ত হয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি মানতেই হবে। না হলে আন্দোলন চলবে।
আন্দোলনকারী শিক্ষার্থী হেদায়েত বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য নুন্যতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।