গাজায় হামলার জন্য বাইডেন দায়ী: এরদোয়ান
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের হাজারো বেসামরিক ফিলিস্তিনি মৃত্যুর জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন প্রশাসন দোষী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত।
গত বুধবার ওয়াশিংটনের সামরিক জোট ন্যাটো সম্মেলনে অংশ নিতে গিয়ে সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান তিনি।
এরদোয়ান বলেন, যদিও মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে তারপরও তারা ইসরাইলকে সর্বাধিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। তারা ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।