সিলেট উইমেন চেম্বারের আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আইএলও এর সহযোগিতায় আন্তর্জাতিক এমএসএমই দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকালে নগরীর দরগা গেইটস্থ অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের এমএসএমই উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, বাজার সংযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার। এসব উদ্যোগের ফলে ধীরে ধীরে দেশের উদ্যোক্তাদের পণ্য সারা বিশ্ব জয় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, দেশের প্রত্যন্ত পাড়ায়, গ্রামে ক্ষুদ্র উদ্যোক্তারা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন। দিনদিন তাদের দক্ষতারও উন্নয়ন হচ্ছে। অর্থনীতিতে এমএসএমই খাতের অবদান আরো বৃদ্ধি করতে এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। এমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নের কার্যক্রম সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নকে গতিশীল করবে।
উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্নলতা রায়ের সভাপতিত্বে ও রোহেনা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি হোসনা ফেরদৌসী সুমী।
এসময় আরো বক্তব্য রাখেন, এফএপিপি মিনহাজ আহমেদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবে সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নুর, দেশ ফাউনন্ডার চেয়ারম্যান মিজবাউর রহমান, সিলেট সোনালী ব্যাংকের সহকারী ম্যানেজার দিকবিজয় দত্ত, বিসিক এর ডেপুটি ম্যানেজার সুহেল হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি সৈয়দা রাবেসহ অন্যান্য নেতৃবৃন্দ।