ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২১নং ওয়ার্ডের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার :
ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ২১নং ওয়ার্ড ছাত্রদল।
১৪/১২/২০১৪ ইং তারিখে সিলেট মহানগর অন্তর্ভুক্ত ২১নং ওয়ার্ডের ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গটিত হয়।
কমিটিতে মো. কামরান আনসারীকে সভাপতি নির্বাচিত করায় নবঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বের হওয়ার পর পরই স্থানীয় আওয়ামী ছাত্রলীগ মিছিলে বাঁধা করে হামলা হামলা।
এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন নেতা—কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন, ছাত্রদলের সিলেট মহানগর ২১নং ওয়ার্ড সভাপতি মোঃ কামরান আনসারী, মুরাদ হোসেন ও শফিকুল ইসলাম এবং ছাত্রলীগের উপ গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাঈম নিশাত ও কর্মী আলী আক্কাস আলী।
ঘটনার বিষয়ে সিলেট মহানগর ছাত্রলীগ ও ছাত্রদলের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলটি পরিদর্শন করে যা এখন পর্যন্ত তদন্তনাধীন রয়েছে।