সিলেট মহাসড়ক দখলে শাবিপ্রবি শিক্ষার্থীরা
কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও পুনরায় হামলার শঙ্কায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করল।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় হাজারো শিক্ষার্থী বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ সড়ক অবরোধ করেন।
আন্দোলনকারীরাদের এ সময় ‘ভাই তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মেধা না কোটা’, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’,পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে, ছাত্রলীগ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবেনা; চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকরা ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভ মিছিলে শাবিপ্রবি ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এদিকে বিক্ষোভ মিছিলের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে।
আন্দোলন সমন্বয়কারী আসাদুল্লা আল গালিফ বলেন, দেশে বিভিন্ন জায়গা আমার ভাইদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনেকে শহীদ হয়েছে। এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিল। আজ রাত ৮টা পর্যন্ত আমাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলমান থাকে।