কোটা বিরোধী আন্দোলনকারীর প্রতিবাদে মাধবপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে কটুক্তিকারী রাজাকারের বংশধরদের ছাত্রত্ব বাতিল করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজাকারদের তালিকা প্রকাশ করে নাগরিকত্ব বাতিলসহ ওদের বংশধরদের রাষ্ট্রীয় সুযোগ বাতিল ও তিন প্রজন্মকে সরকারি চাকরিতে নিষিদ্ধ দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে মাধবপুরের মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার ১৮ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু, মহান মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি এবং কোটা সংস্কারের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফুলমিয়া, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু প্রমূখ। মুক্তিযোদ্ধারা বলেন, আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি দেশ স্বাধীন করেছি আমাদের নিয়ে কেউ কটুক্তি করলে একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে আমরা প্রতিবাদ করে যাবো। এবং অনতিবিলম্বে রাজাকারের তালিকা প্রকাশ করার জন্য সরকারের নিকট আহবান জানান।
ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন বিএনপি জামায়াতে হাতে চলে গেছে। কোটা আন্দোলনে প্রথম থেকেই বাংলাদেশ ছাত্রদলের সভাপতি সমর্থন দিয়েছেন, তদ্রূপ ভাবে ছাত্র শিবির ও সমর্থন দিয়েছে এবং তারা ছাত্রলীগের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলার আমরা প্রতিবাদ জানাই। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা