শাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি, আহত ২৫

শাবিপ্রবি প্রতিনিধি
কোটা সংস্কারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। হামলা প্রায় ২৫ এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শাবিপ্রবির প্রধান ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এ হামলা চালানো হয়।
এদিন সকাল সাড়ে দশটায় কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে শাবিপ্রবির প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফটকে জড়ো হওয়ার পর সকাল এগারটার দিকে শিক্ষার্থীরা ফটকের সামনে রাস্তা অবরোধ করে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এরপর দুপুর দেড়টায় গড়ালে আন্দোলনকে স্থিমিত করার জন্য আন্দোলনকারীদের উপর গুলি, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভ মিছিল বিক্ষিপ্ত হয়ে পড়ে।
জানা যায়, পুলিশের হামলায় শিকার হয়ে প্রায় ২৫এর অধিক শিক্ষার্থী আহত।