ইসলামের পাঁচ স্তম্ভ

দৈনিকসিলেট ডেস্ক :
আল্লাহতায়ালার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই দ্বীন পাঁচটি স্তম্ভের ওপর স্বমহিমায় প্রতিষ্ঠিত আছে। প্রত্যেক মুসলমানের জন্য এই পাঁচটি বিষয় জানা এবং এর ওপর বিশ্বাস রাখা আবশ্যক। একজন মুসলমানের জন্য এই পাঁচ স্তম্ভের একটিও অস্বীকারের সুযোগ নেই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচটি স্তম্ভের ওপর ইসলামের ভিত্তি স্থাপিত। এই সাক্ষ্য দেওয়া যে—
আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই ও মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।
নামাজ প্রতিষ্ঠা করা।
জাকাত আদায় করা।
হজ পালন করা।
রমজান মাসের রোজা রাখা।’ (বুখারি, ৮)
ইসলামের এই পাঁচ স্তম্ভের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো—
কালিমা
কালিমার মর্মকথা হলো, আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই। এ কথা মনেপ্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করা এবং এর দাবি অনুযায়ী আমল করা। পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর নিয়ে আসা শরিয়ত মোতাবেক আমল করা। তিনি যেসব বিষয় সম্পর্কে নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকা। হাদিসে এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল (আ.) একবার ছদ্মবেশে এসে রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলেন, ‘ঈমান কাকে বলে?’ জবাবে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘ঈমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহতায়ালার প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, আল্লাহর নবি-রাসুলদের প্রতি, কেয়ামত দিবসের প্রতি এবং তকদিরের ভালো ও মন্দের প্রতি। এই হলো ঈমান।’ (বুখারি, ৫০)
নামাজ
ঈমানের পর মুসলমানের ওপর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। প্রাত্যহিক জীবনে একজন মুমিন দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, “আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ।” (বুখারি)
জাকাত
নির্ধারিত সময়ে নির্দিষ্ট মানুষের জন্য নির্ধারিত সম্পদ ব্যয় করা হলো জাকাত। কোরআনে বহু জায়গায় নামাজের সঙ্গে জাকাতের আলোচনা রয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘এবং যারা সোনা ও রুপা জমা করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দিন, যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) এটা তা-ই, যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো।’ (সুরা তাওবা, আয়াত: ৩৪-৩৫)
রোজা
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা। প্রাপ্তবয়স্ক মুসলিম নারী-পুরুষের ওপর রমজান মাসে রোজা রাখা ফরজ। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে নফল রোজা রয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস (রমজান) পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে…।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৫)
হজ
নির্ধারিত সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে কাবাঘর জেয়ারত করা অথবা নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট শর্তসাপেক্ষে কাবাঘরে যাওয়ার সংকল্প করাকে হজ বলা হয়। (কাওয়ায়িদুল ফিকহ: ২৫)। সামর্থ্যবান ব্যক্তির ওপর জীবনে একবার হজ করা ফরজ। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর বায়তুল্লাহর হজ করা ফরজ।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৯৭)। আল্লাহ বলেন, ‘আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের রোগা উটের পিঠে করে, তারা আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে।’ (সুরা ইবরাহিম, আয়াত: ২৭)