কারফিউ শিথিল করা হয়েছে

দৈনিকসিলেটডটকম
দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি হওয়ায় কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে।
আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বুধবার সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকছে সরকারি অফিস ও ব্যাংক। মঙ্গলবার রাত ১১টায় প্রচারিত বাংলাদেশ বেতারের খবরে এ তথ্য জানা গেছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।