কোটা সংস্কার আন্দোলন: সিলেটে এ পর্যন্ত গ্রেফতার ১৩৯

ফাইল ছবি
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও নাশকতার ঘটনায় সিলেট নগরের তিনটি থানায় ১১ মামলায় এখন পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এসব মামলায় ১৬ হাজারেরও বেশি আসামি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (২৭ জুলাই) এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হত্যা, ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় কোতোয়ালি থানায় ছয়টি, জালালাবাদ থানায় চারটি ও দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় শনিবার পর্যন্ত ১৩৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর মধ্যে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় ২জন, জালালাবাদ থানায় ১জন ও দক্ষিণ সুরমা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, শুক্রবারের মতো শনিবারও সিলেট মহানগর এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
কারফিউ শিথিলে সারা দেশের ন্যায় সিলেটেও প্রায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট-বাজার সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের চেকপোস্টে করা হচ্ছে তল্লাশি।