বিশ্বনাথে অর্ধ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত, দেখার কেউ নেই
দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল।ইট পাথর বেরিয়ে আছে। সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। ছিন্নভিন্ন পুরো সড়ক।যাতায়াতে নাভিশ্বাস উঠে। ২০১২ সালে পাকাকরণের পর আজও ক্ষতবিক্ষত সড়কটি সংস্কার বা মেরামতের উদ্যোগ নেই। বিশেষ করে ২০২২ সালের ভয়াবহ বন্যাসহ এবারের বন্যায় আরোও নষ্ট করে দিয়েছে জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ উপজেলার রগুপুর-কৌড়িয়া মাদ্রাসা সড়কটি। পুরো সড়কটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং বিপাকে পড়েছেন স্থানীয় জনসাধারণ।
উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসাটির অবস্থান এখানে এবং আশেপাশে রয়েছে স্কুল। জনবহুল এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছাত্রছাত্রী ও ক্ষুদে শিক্ষার্থী,ব্যবসায়ী, চাকুজীবিসহ বিভিন্ন পেশার মানুষ যানবাহনে উপজেলা সদরসহ স্থানীয় হাটবাজারে চলাচল করতে পোহাচ্ছেন চরম দুর্ভোগ।
গ্রীষ্ম ও শীতকালীন হরেক রকম সবজি এ সড়ক দিয়ে জেলা ও উপজেলা সদরে নিয়ে যেতে অনেক কষ্ট হয় কৃষকদের।পাশাপাশি যানবাহনও ক্ষতির সম্মুখীন হয় প্রতিনিয়ত। এ অবস্থা চলতে থাকলে যে কোন মুহূর্তে দূর্ঘটনায় পতিত হতে পারে এ সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন।
সরেজমিনে সড়কের এমন চিত্র দেখতে গিয়ে সাংবাদিকের সাথে কথা হয় এই সড়কে চলাচলকারী স্থানীয় শিক্ষার্থী,ব্যবসায়ীসহ এখানকার বেশ কয়জন বাসিন্দা ও যানবাহনের চালকের। তারা জানান,পাকাকরণের প্রায় এক দশক হলেও ক্ষতবিক্ষত সড়কটির দৃশ্যমানের চিত্র যেন কেউ দেখেনা।কেন সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়না।
এখানকার ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের।অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোন নজর নেই। আমার মতো এলাকাবাসীর দাবী,গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।