সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

শাবিপ্রবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা, গ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস‘ কর্মসূচিতে সিলেটে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে গ্রেনেড সাউন্ড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে ২০ এর অধিক নারী শিক্ষার্থীসহ মোট প্রায় ৩০ জন আহত হয়েছে জানায় আন্দোলনকরীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর একটায় সুবিদবাজার সংলগ্ন সিলেট প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের পিছন দিক থেকে এ হামলায় চালায় পুলিশ সদস্যরা।
এর আগে সকাল ১১টা থেকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, মদনমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে উঠতে চাইলে প্রথম থেকেই পুলিশের বাঁধার সম্মুখীন হয়। এরপর প্রধান ফটকের সামনে সকাল ১১টা থেকে প্রায় এক ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকরীরা। এসময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শাবিপ্রবি গণিত বিভাগের অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা সিলেটের কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলে তাদের সুবিদবাজার পার হতে দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নেয় প্রশাসন। সে উদ্দেশ্যে মিছিল সুবিদবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ আগে থেকেই সুবিদবাজার পয়েন্টে ব্যারিকেড দিয়ে রাখে। এসময় আন্দোলনকরীরা পুলিশের বাঁধায় আটকা পড়লে সেখানে প্রায় ১০ মিনিটের মতো বিক্ষোভ মিছিল করে অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশের বাঁধা উপেক্ষা করে শিক্ষার্থীরা কোর্ট পয়েন্টের উদ্দেশ্যে রিকাবিবাজারের দিকে রওনা দেয়। এসময় পুলিশ বিক্ষোভ মিছিলের পিছন থেকে আন্দোলনকারীদের উপর হামলা করে। এতে পুলিশের গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গল হয়ে পড়ে। এই হামলায় ৩০এর অধিক শিক্ষার্থী আহত হয়েছে জানায় আন্দোলনকরীরা।
পুলিশের হামলার বিষয়ে জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যার্টফর্ম শাবিপ্রবির সহসমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, আমাদের উপর নির্বিচারে পুলিশ পিছন থেকে টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করেছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ৩০জন আহত হয়েছেন।