প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, বিয়ানীবাজারের ১জন সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিয়ানীবাজার প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ফেসবুকে পোস্ট করায় সিলেট ও সুনামগঞ্জের বিএনপি ও জামাত-শিবিরের ৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
গত ১৫ জুলাই (সোমবার) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী ওলামালীগের সদস্য মো. আবুল বাশার। মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার রায়সন্তোপুর গ্রামের ছাদেক আহমদের ছেলে আশফাক আহমেদ জবলু (২৭), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পকুয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রহমান (২৪), সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াগাও এলাকার আরশ আলীর ছেলে মো. আব্দুল মুকিত (৩৯), একই উপজেলার দশঘর গ্রামের আজাদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মারুফ (২২), একই উপজেলার খিদ্রা পায়রাবন্দর গ্রামের মোহাম্মদ আব্দুল ওয়াহিদের ছেলে (৩৫) মকসুদ ইবনে ওয়াহিদ কয়েস (মকসুদ কয়েস), সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের ময়জুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও ছাতকের মল্লিকপুর গ্রামের মো. ছায়েদ মিয়ার ছেলে মো. তায়েফ আহমদ (২৪)। আসামীরা সকলেই বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং জামাত-শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা তদন্তনাদীন রয়েছে।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) সাইফুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডি জোন সুনামগঞ্জকে নির্দেশ দেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিলেটের জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী মনির উদ্দিন।
জানা যায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত, ব্যঙ্গচিত্র কার্টুন আকারে এডিট করে ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে পোস্ট প্রচার করায় এ মামলা করা হয়।