মারা গেছেন ভারতের সাবেক ব্যাটার

দৈনিকসিলেট ডেস্ক :
কঠিন মুহূর্তেও মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে হারাতে পারলেও ব্লাড ক্যান্সারের কাছে হার মানলেন অংশুমান গায়কোয়াড়। দীর্ঘদিন ধরে মরণঘাতি এই রোগের সঙ্গে লড়াই করে ৭১ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক ব্যাটার।
গত জুনে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে ভারতে ফেরেন অংশুমান। কিন্তু কিছুদিন আগে আবারো অসুস্থ হলে বরোদার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এই হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করেন। অংশুমানের চিকিৎসার জন্যই কিছুদিন আগে কপিল দেব ও সন্দ্বীপ পাতিলের অনুরোধে ১ কোটি ভারতীয় রুপি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
জলান্ধরে জন্ম নেওয়া অংশুমান ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেন। এ সময় ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন তিনি।
দীর্ঘ সংস্করণে ২ সেঞ্চুরিতে রান করেছেন ১৯৮৫। ক্যারিয়ারের সর্বোচ্চ ২০১ রানের ইনিংসটি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে ১৯৮৩ সালে। প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির মালিক তিনি। ৪৩৬ বলের ইনিংসটি খেলেছেন ৬৭১ মিনিট ক্রিজে থেকে।
যার কারণে তাকে ‘দ্য গ্রেট ওয়াল’ নামে ডাকা হয়। আর ওয়ানডেতে ২৬৯ রান করেছেন। অপরাজিত ৭৮ রানের ইনিংসটি তার সীমিত ওভারের ক্যারিয়ারের এক মাত্র ফিফটি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ভারতের জাতীয় দলের নির্বাচক ও কোচের দায়িত্বও পালন করেছেন অংশুমান। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত দুই মেয়াদে কোচ ছিলেন তিনি।
তার অধীনে ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও খেলে ভারত। ভারতের সাবেক ব্যাটারের বাবা দত্ত গায়কোয়াড়ও ভারতের হয়ে ১১ টেস্ট খেলেছেন।