দোয়ারাবাজারে শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আমিরুল হকের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছাতক-দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, উত্তর কুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক বিল্লাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. সফর আলী, বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল ইসলাম, এডভোকেট সাইদুর রহমান ছায়াদ, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম বাবুল, বসির উদ্দিন, ভুপতি দাস, মোহাম্মদ আলী, আলী হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা মো.ছালিক মিয়া,কামরুজ্জামান ভুইয়া রুবেল, যুবলীগ নেতা বুলবুল আহমদ, শাহজালাল, রতন লাল দাস, ছাত্রলীগ নেতা মো.সাদিকুল ইসলাম, নিউটন দাস সয়ন, বজলুর রহমান প্রমুখ।