‘সর্বাত্মক অসহযোগ’ নিয়ে যে নির্দেশনা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
দৈনিকসিলেটডেস্ক
কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ সম্পর্কে কিছু নির্দেশনা পড়ে শোনান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
শনিবার (৩আগস্ট) তিনি বলেন, অসহযোগ কর্মসূচির মধ্যে হাসপাতাল, ওষুধের দোকান, জরুরি পরিবহনসেবা (ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন), অ্যাম্বুলেন্স–সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট-সেবা, জরুরি ত্রাণসহায়তা এবং এ খাতের কর্মকর্তা-কর্মচারীর পরিবহনসেবা চালু থাকবে।
নির্দেশনার মধ্যে রয়েছে কর বা খাজনা না দেওয়া। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোনো ধরনের বিল পরিশোধ না করা। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালত ও কলকারখানা বন্ধ রাখা। অফিসে না যাওয়া, মাস শেষে বেতন তোলা। শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা। প্রবাসীরা যাতে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স দেশে না পাঠান, সেই আহ্বানও রয়েছে নির্দেশনায়।
নির্দেশনায় আরও রয়েছে গণপরিবহন বন্ধ রাখা। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য সপ্তাহের শুধু রোববার ব্যাংক খোলা রাখা। পুলিশ সদস্যদের রুটিন দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব পালন না করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিজিবি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এই নির্দেশনায় বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণিবিতান, হোটেল-মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।-সূত্র:প্রথম আলো