উত্তাল বাংলাদেশকে নিয়ে বার্তা দিলেন বার্সার স্প্যানিশ তারকা গাভি
দৈনিকসিলেটডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। সরকার পতনের এক দফা এই কর্মসূচিতে এখনো পর্যন্ত পুলিশসহ নিহত হয়েছেন অন্তত ৯২ জন।
দেশে আজ সন্ধ্যা থেকে আবার শুরু হয়েছে কারফিউ। মোবাইল ডাটায় বন্ধ ইন্টারনেট। সবমিলিয়ে ভালো নেই বাংলাদেশ। দেশের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে সরব ক্রীড়াঙ্গনের তারকারা। বিদেশি ক্রীড়াবিদরাও নজর রাখছেন বাংলাদেশের ঘটনায়। গতকাল বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। আজ বাংলাদেশকে নিয়ে বার্তা দিলেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা পাবলো গাভি।
আজ রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছেন গাভি। ছোট সেই বার্তায় গাভি লিখেছেন, ‘বাংলাদেশে যা হয়েছে, তা শুনে আমি মর্মাহত। আমি আশা করি আপনারা যত দ্রুত সম্ভব এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন। আপনাদের প্রতি আমার সমবেদনা।’ পোস্টে ক্যাপশনের পর বাংলাদেশের পতাকা এবং দুটো ইমোজিও ব্যবহার করেছেন গাভি।
এর আগে বাংলাদেশের কঠিন এই সময়ে পাশে দাঁড়িয়ে বার্তা দেন এনজো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’ এ সময় বাংলাদেশের পতাকার সামনে লাল কাপড়ে চোখ বাঁধা এক শিক্ষার্থীর ছবিও জুড়ে দেন চেলসিতে খেলা এই ২৩ বছর বয়সী ফুটবলার।