সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আইনজীবীর মৃত্যু
দৈনিকসিলেটডেস্ক
সুনামগঞ্জে আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় টিয়ারশেলের ধোয়ায় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায় সিনিয়র আইনজীবী রানা মিয়া পুরকায়স্থ (৭০) নামের এক আইনজীবী। ঠিক সেই মুহূর্তে একটি অটোরিকশা এসে ধাক্কা দেয় তাকে। এতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান তিনি। পরবর্তীতে রোববার রাত ৯ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যদিও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি টিয়ারশেলের আঘাতে নয়, অটো রিকশার আঘাতে আহত হয়ে মারা গেছেন।
নিহত আইনজীবীর নিকট আত্মীয় ও জেলা সুজনের সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবি জানান, রোববার বেলা ২ টার দিকে আদালত থেকে বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন রানা মিয়া পুরকায়স্থ। এ সময় কোর্ট পয়েন্ট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। তখন তার সামনে পুলিশের ছোড়া একটি টিয়ারশেল এসে পড়লে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঠিক সেই মুহূর্তে একটি অটোরিকশা এসে ধাক্কা দেয় তাকে। এতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান তিনি।
রুবি আরও জানান, এ সময় তার সঙ্গে থাকা ভাগনে আহত আইনজীবীকে নিয়ে হাসপাতালে যান এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।
ডাক্তারের পরামর্শে আইসিইউতে নেয়ার পথে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী জানান, আমাদের একজন সিনিয়র আইনজীবী আজ সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।