দেশ বিনির্মাণে সিলেটে ছাত্রদের উন্মুক্ত প্রস্তাবনা নেওয়া হবে কাল
শাবিপ্রবি প্রতিনিধি
আগামীর সোনার বাংলাদেশ বিনির্মাণে সিলেটের ছাত্র সমাজের কাছ থেকে উন্মুক্ত মতামত নিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আগামী রবিবার (৬ আগস্ট) দুপুর ২টায় নগরীর চৌহাট্টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
সোমবার ( ৫ আগস্ট) বেলা ৬টায় শাবিপ্রবির শহীদ রুদ্র তোরণে ছাত্রদের বিজয়ের আনন্দ মিছিলে এ ঘোষণা দেন তিনি।
আনন্দ মিছিলে সমন্বয়ক গালিব বলেন, আমাদের এখনো চূড়ান্ত বিজয় আসেনি। আমাদেরকে আন্দোলন চলমান রাখতে হবে। শুধুমাত্র শেখ হাসিনার পতনের মাধ্যমে সবকিছুর সমাধান হবে না। যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের বিচার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ছাত্ররা আগামী বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করব।
তিনি আরও বলেন, বিজয়ের পরে অনেক বুদ্ধিজীবি ও সুযোগসন্ধানী আসবে; তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আমরা আগামীকাল দুপুর ২টায় সিলেটের চৌহাট্টায় মিলিত হবো। সেখানে আমরা ছাত্রজনতা থেকে উন্মুক্ত প্রস্তাবনা নিব, তারা আগামী বাংলাদেশ কেমন দেখতে চায়। কোন সুশীল ও সুযোগসন্ধানী ব্যক্তিদের কাছ থেকে আমাদের কোন বুদ্ধির নেওয়ার দরকার নেই।
এছাড়া তিনি আরও বলেন, এদেশের কৃষক,শ্রমিক ও সাধারণ জনগণ যেভাবে চাইবে, সেভাবেই আগামী বাংলাদেশ গঠন করা হবে। আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত, আপনারা আমাদের সাথে আন্দোলন চালিয়ে যাবেন।
এসময় আরও বক্তব্য রাখেন শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম ও অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান ও ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক প্রমুখ।
এরআগে, সরকারের পতনের কথা শুনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থানরত পুলিশ সাধারণ জনতার ধাওয়া খেয়ে ভিসি বাংলো গিয়ে আশ্রয় নেয়। এসময় আমজনতা পুলিশকে ইটপাটকেল ছুঁড়লে আত্মরক্ষায় পুলিশ গ্রেনেড সাউন্ড, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে। এতে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়।