গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পদত্যাগকে জনতার বিজয়: বাম জোট
দৈনিকসিলেট ডেস্ক :
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে তিনটায় আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা সমন্বয়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সিরাজ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সঞ্জয় কান্ত দাশ, সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য এডভোকেট মহীতোষ দেব মলয়, প্রণব সিংহ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নাজিকুল ইসলাম রানা, চা শ্রমিক ফেডারেশনের অজিত রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বুশরা সোহেল, ছাত্র ইউনিয়নের মনীষা ওয়াহিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পদত্যাগকে জনতার বিজয় । বক্তারা অবিলম্বে অবিলম্বে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চাসহ আন্দোলনকারী সকল গণতান্ত্রিক ছাত্র ও রাজনৈতিক শক্তির সাথে আলোচনা ও মতামতের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। বক্তারা, পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় ভূমিকা নিতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।