সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো কেন্দ্রীয় ব্যাংক
দৈনিকসিলেট ডেস্ক :
প্রায় চার মাস পর সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৬ আগস্ট) অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছিলেন না।
কেন্দ্রীয় ব্যাংক এমন একসময়ে এই কড়াকড়ি আরোপ করে, যখন নানা সমস্যায় আর্থিক খাত টালমাটাল। বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন না, কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ধারে কার্যক্রম পরিচালনা করছে সংকটে পড়া কয়েকটি ব্যাংক। আবার ঋণখেলাপিদের দাপট আগের মতোই আছে।
এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ফলে বিক্ষুব্ধ সাংবাদিকরা একাধিক বার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।
বৈঠকে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ইআরএফ সদস্যরা উপস্থিত ছিলেন।