বিশ্বনাথে বিএনপির আলোচনা সভা ও আনন্দ মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগে সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ আগস্ট) পৌর এলাকার নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে মিছিল পূর্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক জামাল আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ, কদর আলী, প্রচার সম্পাদ কয়েস শিকদার, দপ্তর সম্পাদক আমির আলী, যুব বিষয়ক সম্পাদক নূরুল মিয়া প্রমুখ’সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।