দেশ নতুন করে বিনির্মানে কাজ করছে কোম্পানীগঞ্জের ছাত্র-জনতা
মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থী।
বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান।
এসময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় সচেতন সমাজের সাধারণ মানুষ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ৩,৪ ও ৫ আগস্টে সাধারণ শিক্ষার্থী ও জনতার সাথে মিশে কিছু দুষ্কৃতিকারীরা যে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছে তার ফলে উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা ও রাস্তায় আবর্জনা এবং পোড়া জিনিসপত্র ছড়িয়ে অপরিচ্ছন্ন হয়ে যায়। এনিয়ে শিক্ষার্থীরা দুঃখপ্রকাশ করেন এবং যারা এ কার্যক্রম করেছেন তাদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানান ।
পরিবেশবাদী সোহরাব আহমদ বলেন, আজকের পরিছন্নতা অভিযান খুবই প্রশংসনীয় । শিক্ষার্থীরার সেচ্ছায় এই পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেছে এলাকার সচেতন সমাজ নিয়ে।
এর আগেরদিন কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুট করা বন্ধে পদক্ষেপ নেন ছাত্ররা। এসময় এলাকার সকলকে সাদা পাথর রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।